× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা সমাজসেবা কার্যালয়ের জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা, সম্মাননা প্রদান, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও এতিমখানা নিবাসীদের পোশাক এবং ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ১৯টি এতিমখানার নিবাসীদের নিয়ে ফুটবল, ব্যাডমিন্টন, চিত্রাঙ্কন ও হস্তশিল্প প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও প্রতিবন্ধীদের সুবর্ন কার্ড বিতরণ।

৩ জানুয়ারি (শনিবার) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান পিপিএম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক,  সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান।

সমাজসেবা কার্যালয়ের সুপারভাইজার মো. শফিউল আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- এনজিও সমন্বয়কারী নুরুল হক চৌধুরী, ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, জাফরাবাদ সিনিয়র মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মাহমুদুল কবির প্রমূখ।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরষ্কার এবং পাঁচজন ঋণগ্রহীতাকে ৫০ হাজার টাকা করে আড়াই লাখ টাকা সুদমুক্ত ঋণ প্রদান, অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, এতিমখানার ৩০ জন শিক্ষার্থীকে পোশাক এবং ২০ জন প্রতিবন্ধীকে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।

উপজেলার ১৯টি এতিমখানার নিবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফুটবল ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হয় দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া এতিমখানা। ফুটবলে রানার্সআপ হয় শাহসূফী মমতাজিয়া মোহাম্মদীয়া এতিমখানা এবং ব্যাডমিন্টনে রানার্সআপ হয় জাফরাবাদ সিনিয়র মাদ্রাসা ও এতিমখানা।

চিত্রাংকনে প্রথম হয়েছেন শাহসূফী মমতাজিয়া মোহাম্মদীয়া এতিমখানার মো. মফিজুর রহমান, জামিজুরী রজবিয়া আজিজিয়া এতিমখানার মো. রাগিবুল ইসলাম ইমন দ্বিতীয়, মো. তাজিম উদ্দিন তৃতীয়, আলহাজ্ব সোনা মিয়া চৌধুরী এতিমখানার আরমান আলী চতুর্থ এবং দক্ষিণ হাশিমপুর ভান্ডারীপাড়া হাজী মো. খলিল বদিউজ্জামান এতিমখানার মুহাম্মদ ইসফাত পঞ্চম স্থান অর্জন করে।

হস্ত শিল্পে প্রথম হয়েছেন জামিজুরী রজবিয়া আজিজিয়া এতিমখানার মো. রাগিবুল ইসলাম ইমন, শাহসূফী মমতাজিয়া মোহাম্মদীয়া এতিমখানার আল আমিন দ্বিতীয়, জামিজুরী রজবিয়া আজিজিয়া এতিমখানার মো. আল রিয়াদ তৃতীয়, রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া হেফজখানা ও এতিমখানার আবদুল্লা আল নোমান চতুর্থ, দক্ষিণ হাশিমপুর ভান্ডারীপাড়া হাজী মো. খলিল বদিউজ্জামান এতিমখানার মাহিন আবদুল্লাহ পঞ্চম স্থান অর্জন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.