৩ জানুয়ারি বিকাল ৪টায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটরিয়ামে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সীতাকুণ্ড প্রেস ক্লাবের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শোকসভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা তৌহিদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এবং সদস্য সচিব ছালেহ আহম্মদ ছলু। এছাড়াও শোকসভায় উপস্থিত ছিলেন সাংবাদিক খাইরুল ইসলাম, ফারুক আব্দুল্লাহ, দিদারুল আলম টুটুল, নাছির উদ্দিন অনিক, নির্দেশ বড়ুয়া, সঞ্জয়, ওমর ফারুক, রাফি চৌধুরী, মামুন, মুসলিম উদ্দিন, কামরুল ইসলাম দুলু, সালাউদ্দিন, মোহাম্মদ জামশেদ আলমসহ আরও অনেকে।
শোকসভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর আপোষহীন ভূমিকা এবং দেশের প্রতি তাঁর অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বহুদলীয় রাজনীতির বিকাশে তাঁর ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তৌহিদুল হক চৌধুরী। দোয়ায় আল্লাহ তায়ালার কাছে মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করা হয়।