× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ৬ টি আসনের ১২ জনের মনোনয়ন বাতিল: বৈধ ৪৪ জন

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপু‌রের ৬ টি সংসদীয় আসনে যাচাই-বাছাইয়ে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এই ৬ টি আসনে ৫৬ জন মনোনয়ন দাখিলকৃত‌দের মধ্যে ৪৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

শনিবার (৩ জানুয়ারী) বিকেলে তৃতীয় যাছাই-বাছাই শেষে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, রংপুর-১ (গংগাচড়া-সিটির আংশিক) আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ব্যারিষ্টার মঞ্জুম আলী, রংপুর-৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র পার্থী রিটা রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাসদ (মার্কসবাদী) আনোয়ার হোসেন বাবলু এবং রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম বাসার, স্বতন্ত্র প্রার্থী মো. জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) মো.আব্দুস ছালাম, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে স্বতন্ত্র প্রার্থী খন্দকার মুকিত আল মাহমুদ, এবি পার্টির আব্দুল বাছেত মারজান, রংপুর- ৬ (পীরগঞ্জ) বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো: কামরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী এসএম শাহাজামান রওশন, খন্দকার শহিদুল ইসলাম, এস এম শাহাজামান রওশন ও তাকিয়া জামান চৌধুরী। 

রংপুরের ৬ টি সংসদীয় আসনে বৈধ প্রার্থীরা হলেন:
রংপুর-(গংগাচড়া-সিটির আংশিক) আসনে বিএনপির মোকারম হোসেন সুজন, জামায়াতের মাওলানা রায়হান সিরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা বাবু, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান সজিব, বাসদ (মার্কসবাদী) আহসানুল আরেফিন তিতু, জাতীয় নাগরিক পার্টির আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আনাস।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, জামায়াতর এটিএম আজহারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আশরাফ আলী, বাসদ (মার্কসবাদী), জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি আজিজুর রহমান।

রংপুর-৩ (সিটি-সদর) আসন মনোনয়ন বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী, বাসদের আব্দুল কুদ্দুস, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক। 

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বৈধ প্রাথীরা হলেন, বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান, জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান, বাসদ (মার্কসবাদী )প্রগতি বর্মন তমা, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহা।  

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির মোহাম্মদ গোলাম রব্বানী, জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী, জাতীয় পার্টির এসএম ফখরউজজামান জাহাঙ্গীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক গোলজার হোসেন, বাসদ (মার্কসবাদী) বাবুল আখতার, সিপিবি’র আবু হেলাল, বাসদের মমিনুল ইসলাম, নাগরিক ঐক্য এর মোফাখখারুল ইসলাম নবাব, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন। 

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির সাইফুল ইসলাম, জামায়াতের মাওলানা নুরুল আমীন, জাতীয় পার্টির নুরে আলম মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সুলতান মাহমুদ, এবি পার্টি ছাদেকুল ইসলাম, স্বতন্ত্র আবু জাফর মো: জাহিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুর রহমান।

এ বিষয়ে রংপুর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেন, রংপুরের ৬ টি সংসদীয় আসনে যাছাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাছাই-বাছাইয়ে ৬ টি সংসদীয় আসনের ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধতা ফিরে পাওয়ার জন্য আপিল করতে পারবেন ওই প্রার্থীরা। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.