× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি :

০৩ জানুয়ারি ২০২৬, ১৮:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মো: ইমদাদুল হক মল্লিকের সভাপতিত্বে ও লোহাগড়া উপজেলা বিএনপির স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক বিপুল হোসেন খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে

 বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সহ সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাবেক ইউপি সদস্য আকবর হোসেন লিপন, বিএনপি নেতা আজম মৃধা, ইন্জিঃ কাজী জিয়াউর রহমান লোটাস, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসা মোল্লা,  লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীসহ প্রমূখ। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, মল্লিকপুর ইউনিয়নের সাথে আমার নাড়ির সম্পর্ক। এই এলাকার প্রধান সমস্যা নদী ভাঙ্গন। আমি নির্বাচিত হলে নদী ভাঙ্গনের স্হায়ী সমাধান করবো। শিক্ষা, স্বাস্থ্য সেবার জন্য যা যা দরকার, তা সমাধানের জন্য চেষ্টা করবো। নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কাজ করবো। হাসপাতালের উন্নয়ন করবো।

আলোচনা সভা শেষে হাফেজ তৌহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতা-কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.