আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেছেন জেলা রিটার্নিং কর্মকতা। এ সময় ফুলবাড়িয়া আসনের মোট ৯ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন। একজনের মনোনয়ন স্থগিত। জেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান এসব সিদ্ধান্তের কথা জানান। শনিবার (৩ জানুয়ারি) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
বৈধ প্রার্থীরা হলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) আখতারুল আলম ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামী অধ্যক্ষ মোহা. কামরুল হাসান মিলন. খেলাফত মজলিস মোঃ রফিকুল ইসলাম, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল করিম সরকার, স্বতন্ত্র অধ্যাপক মোঃ জসিম উদ্দিন, স্বতন্ত্র আখতার সুলতানা। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুফতি নূরে আলম সিদ্দিকী ও ব্রিগেডিয়ার মোঃ সাইফুল ইসলাম বাদলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এদিকে স্বতন্ত্র তানভীর আহমেদ রানার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান জানান, দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ রানার কাগজপত্রে ত্রুটি থাকায় তা স্থগিত করা হয়েছে। এছাড়া অন্য ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় আসনের সব প্রার্থী উপস্থিত ছিলেন।