লক্ষ্মীপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে লক্ষ্মীপুর জেলার তিনটি সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৩ জনের মনোনয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান ৩ জানুয়ারি (শনিবার) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মনোনয়নপত্রে ত্রুটি থাকায় লক্ষ্মীপুর-১ আসনে মুসলিম লীগের প্রার্থী রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী এম এ গোফরান, লক্ষ্মীপুর-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার, এবি পার্টির কেফায়েত উল্যা ও কল্যাণ পার্টির প্রার্থী ফরহাদ মিয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে জেএসডির প্রার্থী হারুন অর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এছাড়া লক্ষ্মীপুর-১ আসনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন, লক্ষ্মীপুর-২ আসনে একই দলের প্রার্থী হেলাল মিয়া এবং লক্ষ্মীপুর-৩ আসনে এনসিপি প্রার্থী সেলিম মাহমুদ ও এনপিপি প্রার্থী সামছুদ্দিনের মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্যাংক ও আয়কর বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।