কবি নজরুল সরকারি কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখা।
শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজে শীতবস্ত্র উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথি বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, শীত মৌসুমে সীমিত আয়ের মানুষেরা নানান কষ্টের সম্মুখীন হন আর কলেজ কর্মচারীরা নীরবে ও নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে ক্যাম্পাসকে সম্মানজনক করে তুলেছে। পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের জায়গা থেকে ছাত্রশিবিরের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি ক্যাম্পাস ও সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই একটি আদর্শ ছাত্রসংগঠনের কাজ। সেই ধারাবাহিকতার আলোকেই আজকে এ আয়োজন।
বিশেষ অতিথির বক্তব্যে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ বলেছেন, অতীতেও ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজ শিক্ষার্থী ও কর্মচারীদের কল্যাণে কাজ করে আসছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। কর্মচারীদের যেকোনো সুবিধা অসুবিধায় ছাত্রশিবির পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।