ছবি: সংবাদ সারাবেলা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আলেম-ওলামাদের জীবনমানের নিশ্চয়তা, মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের কোনো বাস্তব পরিকল্পনা ছাড়া ইসলামের দোহাই দিয়ে ধর্মের রাজনীতি করা হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে সর্বস্তরের আলেম-ওলামা, ইমাম, খতিব ও মোয়াজ্জিমদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, একটি তথাকথিত ইসলামী দল ধর্মকে রাজনৈতিক পণ্যে পরিণত করেছে। বিশেষ করে নারীদের মধ্যে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে। এসব অপচেষ্টা সম্পর্কে আলেম সমাজসহ সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।
তিনি বলেন, যদি নির্দিষ্ট কোনো মার্কায় ভোট দিলেই জান্নাত নিশ্চিত হতো, তাহলে আশরাফুল উলুমের মতো প্রতিষ্ঠানে দীর্ঘদিন দ্বীনি শিক্ষা গ্রহণের প্রয়োজন কী ছিল? যেকোনো একটি মাদরাসায় পড়লেই তো যথেষ্ট হতো। এভাবেই ধর্মের অপব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আক্ষেপের সুরে তিনি আরও বলেন, সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য একটি দল দ্বীনকে বিক্রি করে দিচ্ছে। এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না। এ অবস্থায় আলেম-ওলামাদের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার।
চকরিয়া আল বালাগুন মুবিন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফাঁসিয়াখালী আশরাফুল উলুম মাদরাসার প্রধান পরিচালক মাওলানা আব্দুল মান্নান।
সভায় সালাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে ৯২ শতাংশ মানুষ মুসলমান এবং ৮ শতাংশ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের। সংবিধান অনুযায়ী সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দায়িত্ব। বিএনপি সেই নীতিতেই বিশ্বাসী।
তিনি জানান, সম্প্রতি ঢাকায় আলেম-ওলামাদের নিয়ে বিএনপির জাতীয় নেতৃবৃন্দের এক আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামীতে মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন কাঠামো প্রণয়ন করা হবে। পাশাপাশি একটি ট্রাস্ট গঠন করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বরাদ্দ নিশ্চিত করা হবে।
এর আগে তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের হাজিয়ান ১নম্বর ওয়ার্ড থেকে পৌরসভা ৯নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের চলাচলের জন্য মাতামুহুরি নদীর উপর নির্মিত কাঠের সেতু উদ্বোধন করেন। এছাড়াও তিনি ছড়ারকূল এলাকায় রহমানিয়া হাফেজখানা ও এতিমখানার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জুলাইযোদ্ধা আহসান হাবিবের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
