৩ জানুয়ারী শনিবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগাহাট ওভারস্প্রিড এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত গতিতে চলাচলরত একটি মোটরসাইকেল সড়কে থাকা স্পিড ব্রেকার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলন্ত একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুমন (২৫) নিহত হন।
নিহত সুমন ঢাকার রূপনগর এলাকার আরিফাবাদ ১ নম্বর গেটের বাসিন্দা আকতার হোসেনের ছেলে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।