আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর–দেবহাটা) আসনে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম শাহেদের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্ধারিত সময় ও বিধি অনুসরণ করে গত ২৯ ডিসেম্বর তিনি মনোনয়নপত্র জমা দেন। শনিবার (৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে সাতক্ষীরা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম শাহেদ নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়া অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ আসনের জনগণের প্রত্যাশা ও অধিকারকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন। সদর ও দেবহাটা উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
শফিকুল ইসলাম শাহেদ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সাতক্ষীরাকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার কথাও জানান তিনি।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা-২ আসনে এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।
এ সময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি
( এলডিপির) স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।