× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধু ল’ টেম্পল চট্টগ্রামের ম্যাগাজিন উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বঙ্গবন্ধু ল’ টেম্পল চট্টগ্রামের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রকাশিত বার্ষিক ম্যাগাজিনের উন্মোচন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ সালের নতুন বছরের প্রথম সপ্তাহে শনিবার, ৩ জানুয়ারি বিকাল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

স্মৃতিময় ও প্রাণবন্ত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ আইনজীবীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, চট্টগ্রামের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ ও মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এবং বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ। তিনি বলেন, লেখালেখি ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ছাত্র, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মাসুম চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতার দায়িত্ব পালন করেন কলেজের ছাত্রী এবং এবি ব্যাংকের কর্মরত রিকি দাশ।

এছাড়া অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রতিরক্ষা বাহিনীর অডিট অফিসার মোঃ জাহাঙ্গীর, বাখরাবাদ গ্যাসের ঠিকাদার মোঃ ইকবাল, শিক্ষক মনসুর, রুনা আক্তার, কম্পিউটার আইটি স্পেশালিস্ট ফখরুল, মোঃ ইসমাইল, সাংবাদিক মোঃ ফরহাদ সিকদারসহ বঙ্গবন্ধু ল’ টেম্পল চট্টগ্রামের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.