× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাশিমপুর ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

০৪ জানুয়ারি ২০২৬, ১৪:২৬ পিএম । আপডেটঃ ০৪ জানুয়ারি ২০২৬, ১৯:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব আবদুর রহমান শ্যামার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট এলাকায় এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, এম. এ. হাশেম রাজু’র সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। 

আলোচনায় অংশ নেন, বিএনপি নেতা যথাক্রমে আইনুল হুদা, মো. শহিদুল ইসলাম, মো. সিকান্দার বাদশাহ, মো. ইউসুফসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। শেষে সাবেক প্রধানমন্ত্রী ও  জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.