× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব উত্তরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর

০৪ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মতলব উত্তরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জানুয়ারী) সকালে ছেংগার পৌর অডিটোরিয়ামে মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল হক সরকার এর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত  রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন।

দোয়া অনুষ্ঠানে ছেংগারচর পৌরসভার সভাপতি নান্নু প্রধানের সভাপতিত্বে  মরহুমা খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নুরুল হক সরকার,ছেংগারচর বাজার বনিক সমিতির সভাপতি মান্নান লস্কার ৷

দোয়া অনুষ্ঠানে খালেদা জিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: নুরুল হক সরকার বলেন, আমরা এমন কোন কাজ করবোনা যাতে নিজেদের মাঝে ভুলবোজাবুজির সৃষ্টিহয় আমরা সবাই মিলে মিশে থাকবো আনরা শান্তি প্রিয় মানুষ শান্তিতে থাকব ন্যায়ের পক্ষে থাকব ৷

ছেংগারচর পৌরসভায় যদি কেউ সাধারণ মানুষের ওপর জুলুম,অন্যায় অত্যাচার করলে সে যেইহোক  তাকে ছাড়দেওয়া হবে না ৷ আমাদের দলের চেয়ারম্যান তারেক জিয়া ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করবো ৷

মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মো: তাজুল ইসলাম চাঁদপুরী ৷ এ সময় মতলব উত্তর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.