র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা থেকে ৪৪০টি এয়ারগানের গুলিসহ ২টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে সরাইল থানাধীন শাহবাজপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি নাশকতার কাজে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হতে পারে।
উদ্ধারকৃত অস্ত্র সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান অভিযান অব্যাহত থাকবে ।