× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরিশালের উজিরপুরে প্রস্তাবিত জাতীয় পানি নীতি-২০২৫ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর-বানারীপাড়া (বরিশাল)

০৪ জানুয়ারি ২০২৬, ১৯:৫৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ জানুয়ারি বেলা ১১টায় উজিরপুরে প্রস্তাবিত জাতীয় পানি নীতি-২০২৫ প্রণয়ন সংক্রান্ত গণশুনানি ও মতামত গ্রহণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারপো’র মহাপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান। স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

বর্তমানে সরকার একটি আধুনিক ও সময়োপযুক্ত জাতীয় পানি নীতি-২০২৫ প্রণয়নের ওপর কাজ করছে, যার লক্ষ্য হলো দেশের পানিসম্পদ টেকসইভাবে সুরক্ষা, ব্যবস্থাপনা, ন্যায্য বণ্টন ও পরিবেশ-জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন নিশ্চিত করা। বিশেষজ্ঞরা মনে করেন, সংকটের মুখে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা, শিল্প ও কৃষি খাতে পানির ব্যবহার নিয়ন্ত্রণ, এবং নারীর মতো সংবেদনশীল গোষ্ঠীর জন্য নিরাপদ পানি সরবরাহ নীতিতে বিশেষ গুরুত্ব পাবে।

ওয়ারপো’র মহাপরিচালক জনাব মোহাম্মদ লুৎফর রহমান বলেন, জাতীয় পানি নীতি-২০২৫ দেশের নানা অঞ্চলের পানি ব্যবস্থাপনার বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। ভূগর্ভস্থ পানির ক্রমাগত অবনতি, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, এবং শিল্প খাতে জল ব্যবহারের নিয়মিত পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ নীতির মূল উপজীব্য হবে। তিনি আরও বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের মতামত গ্রহণ করা সমগ্র প্রক্রিয়াকে আরও বস্তুনিষ্ঠ ও বাস্তবসম্মত করবে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ তারা বলেন, পানি নিরাপত্তা বজায় রাখা ও সুপেয় পানি সহজলভ্য করা জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত। পাশাপাশি তারা পানির যথার্থ মূল্যায়ন, পানি সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।

দেশে বর্তমানে পানিসম্পদ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট একটি খসড়া নীতিমালা, পানি ব্যবস্থাপনা নীতি-২০২৫ সরকারের উচ্চ পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে শিল্প খাতে পানি ব্যবহার নিয়ন্ত্রণ, পানির মূল্য নির্ধারণ ও জলে দূষণ ন্যূনতম করার মতো বিষয়গুলো ধরা হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারী বিভিন্ন সদস্যরা পানি সম্পদের ন্যায্য বণ্টন, জলবায়ু-সহিষ্ণু পানি ব্যবস্থাপনা, নদী রক্ষায় স্থানীয় উদ্যোগ এবং নারী-সহ সংরক্ষণ প্রয়োজনীয় দলের জন্য বিশেষ বিবেচনার মতো সুপারিশ প্রদান করেন। আন্তর্জাতিক ও স্থানীয় সংগঠনের মতামত ও গবেষণায়ও পানি বিষয়ক নীতিতে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা কর্মশালায় বলেন, “এই নীতি শুধুমাত্র কাগজে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবে জনগণের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবে।” তিনি স্থানীয় প্রশাসন ও ওয়ারপো’র সমন্বয়ে নীতির সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য যথাযথ সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন।

এ কর্মশালায় অংশীদার হিসেবে সাংবাদিক, স্থানীয় সরকার প্রতিনিধি, শিক্ষা ও স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ কার্যকর মতামত প্রদান করেন, যা আগামী জাতীয় পানি নীতি-২০২৫ চূড়ান্তকরণের সময় মূল্যবান ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.