× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ২০:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। আজ রোববার (৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য জানান। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার আজগানা, পলাশতলীসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে  উপজেলার বিভিন্ন  ইউনিয়ন থেকে ১ টি ভেকু ও ৮ টি মাটি ভর্তি ট্রাক আটক করা হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাকিল আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, অবৈধভাবে কয়েকটি এলাকায় পাহাড়ি লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.