টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুরাইয়া ইয়াসমিন। আজ রোববার (৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য জানান। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার আজগানা, পলাশতলীসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ১ টি ভেকু ও ৮ টি মাটি ভর্তি ট্রাক আটক করা হয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাকিল আহমেদকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, অবৈধভাবে কয়েকটি এলাকায় পাহাড়ি লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।