× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাগেরহাটে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ২০:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাগেরহাট সদর উপজেলার খারদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (০৪ জানুয়ারি) বিকেলে লতিফ মাস্টার ফাউন্ডেশন–এর অর্থায়নে বিএনপি নেতা সরদার নাসির উদ্দিন লনি, যুবদল নেতা সুমন পাইক ও জেলা ছাত্রদল নেতা রাসেল মোল্লার সার্বিক সহযোগিতায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট–২ (সদর কচুয়া) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বাগেরহাট জেলা বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী, লতিফ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান সিপিএ রফিকুল ইসলাম জগলু।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল, বিএনপি নেতা এডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, সরদার মোজাহার হোসেন, তিতাশ শেখ, বাবলু মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন পরিকল্পনা ও বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের দুঃখ–কষ্ট লাঘবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.