টাঙ্গাইলের মির্জাপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি। আজ রোববার বিকেলে মির্জাপুর সরকারি এস,কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস,এম মহসীন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার,উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল প্রমুখ।