× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শ্বরগঞ্জে ইউএনও অফিসের বারান্দায় কাঁপছে অসহায় মানুষ, মিলছে না এক টুকরো উষ্ণতা

মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ২০:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তীব্র শীত ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারি একটি কম্বলের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বারান্দায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন অসহায় ও দুস্থ মানুষ। তবে দীর্ঘ অপেক্ষার পর অনেককেই খালি হাতে ফিরে যেতে হচ্ছে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বারান্দায় গিয়ে দেখা যায়, ১০-১৫ জন বয়োবৃদ্ধ মানুষ শীতের কাপড়ের আশায় ভিড় করে বসে আছেন। অফিসের কর্মচারীরা তাদের ‘এখানে কম্বল দেওয়া হয় না’ বলে চলে যেতে বললেও, হাড়কাঁপানো শীত থেকে বাঁচতে তারা সহজে সরতে চাইছেন না।

আশাহত হয়ে বাড়ি ফেরার পথে ৭৫ বছর বয়সী বৃদ্ধা হাজেরা আক্ষেপ করে বলেন, "বাবা, অনেক শীত। শীতে খুবই কষ্ট করতাছি। টিইউনোর (ইউএনও) কাছে আইছিলাম একটা কম্বলের লাইগ্যা। কিন্তু এত্তক্ষণ বইয়া থাইক্যাও কম্বল পাইলাম না, টিএনওরেও (ইউএনও) পাইলাম না।"

চরনিখলা গ্রাম থেকে আসা সত্তরোর্ধ্ব আঃ মতিন জানান তার কষ্টের কথা। তিনি বলেন, "তিন দিন ধইরা একটা কম্বলের লাইগ্যা আইতাছি, তাও পাইলাম না। আপনারা কি একটা কম্বল লইয়া দিতে পারবেন?" একই ধরণের ক্ষোভ প্রকাশ করেন মাইজবাগ ইউনিয়নের আবুল হোসেন। তিনি বলেন, "শীতে মানুষ কষ্ট করতেছে কিন্তু কম্বল বিতরণের সাড়াশব্দ নাই। শীত গেলে কি গরমে কম্বল দিয়া কাম হইবো?"

এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে কথা বলে জানা গেছে, এবার তাদের মাধ্যমে কম্বল বিতরণের কোনো বরাদ্দ দেওয়া হয়নি। সমস্ত বিতরণ কার্যক্রম ইউএনও অফিস থেকে পরিচালিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলাল উদ্দিন জানান, ৬ লাখ টাকা ব্যয়ে কোটেশনের মাধ্যমে মোট ১১শ কম্বল কেনা হয়েছে। তবে এখন পর্যন্ত কতগুলো বিতরণ হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি। তিনি জানান, বিষয়টি ইউএনও মহোদয় ভালো বলতে পারবেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, "আমি ইতোমধ্যে রাতের বেলা বিভিন্ন এলাকায় ঘুরে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের মাঝে ২০০ থেকে ২৫০টি কম্বল বিতরণ করেছি। আমাদের এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।"

তীব্র শীতের এই সময়ে সরকারি কম্বল বিতরণে আরও গতি আনার দাবি জানিয়েছেন উপজেলার সচেতন মহল ও ভুক্তভোগী সাধারণ মানুষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.