সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একেএইচ গার্মেন্টসের দ্রতগামী নিয়ন্ত্রণ হারানো কভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুর রহমান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মহাসড়কের শিমুলতলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার ময়নাল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে শিমুলতলা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুর রহমান। এসময় একেএইচ গার্মেন্টসের একটি দ্রুতগামী কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ওই পথচারীকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কের ওই লেনে যানবাহন চলাচল বিঘ্নিত হলেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।