× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মানিকগঞ্জে মনোনয়ন বাতিলের পর স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ২০:৫১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জ-৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আতাউর রহমান আতা হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, বিএনপিরই একাংশের নেতাকর্মীরা তাঁকে হেনস্তা করেছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আতাউর রহমান আতা জানান, মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা তাঁর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। একই সময় বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলে তিনি তাৎক্ষণিকভাবে আপত্তি জানান। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা মামলা ও অনিয়ম সংক্রান্ত কাগজপত্র উপস্থাপনের চেষ্টা করেন।

আতার অভিযোগ, কথা বলার সুযোগ না দিয়েই জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁকে থামিয়ে দেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বের হওয়ার সময় মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন যাদু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট লিটন এবং শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ কয়েকজন তাঁকে ধাক্কা দেন এবং গালিগালাজ করেন।

আতাউর রহমান আতা বলেন, “তিতাস গ্যাসের বিল জালিয়াতি সংক্রান্ত বিষয়ে কথা বলতে চেয়েছিলাম এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে চেয়েছিলাম। কিন্তু আমাকে কথা বলতে দেওয়া হয়নি। পরে কয়েকজন নেতাকর্মী আমাকে ধাক্কাধাক্কি ও গালাগালি করেন। এ ঘটনায় আমি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”

তবে হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা। তিনি বলেন, “আতা সাহেবকে হেনস্তা করা হয়নি। তিনি বিএনপির প্রার্থী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছিলেন। তাই তাঁকে সেখান থেকে চলে যেতে বলা হয়েছে।”

মানিকগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক নাসির উদ্দিন যাদু বলেন, “আতাউর রহমান আতা বিএনপির প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। এ কারণে কয়েকজন প্রতিবাদ জানিয়েছেন। হেনস্তার অভিযোগ সঠিক নয়।”

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, “হেনস্তার বিষয়টি আমার জানা নেই। ঘটনার সময় আমি বা অন্য কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন না। এখনো লিখিত অভিযোগের কপি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.