× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীর তিনটি আসনে ২২জন প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১২

‎শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৬, ২০:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৯টি এবং ফেনী-৩ আসনে ৭টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় ১২ জনের মনোনয়নপত্র বাতিল ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

‎রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক।

‎রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের দেওয়া তথ্যমতে, ফেনী-১ আসনে মনোনয়ন দাখিল করেছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়া আয়কর রিটার্নের তথ্য দাখিল না করায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম, ভূমি উন্নয়ন কর না দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়ার এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক দলীয় বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামীর এস এম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা।

‎ফেনী-২ আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঁঞা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন, খেলাফত মজলিশের মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ও আমজনতা দলের সাইফুল করিম মজুমদার।

‎এছাড়া হলফনামায় স্বাক্ষর না থাকায় ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, আয়কর রিটার্ন জমা না দেওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিশের মো. হারুনুর রশিদ ভূঞা এবং এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এয়াকুব নবী, কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী ও মো. ইসমাইলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎অন্যদিকে ফেনী-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ও ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান, জামায়াতে ইসলাম থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী।

‎এছাড়া সরকারি পাওনা পরিশোধ না করায় ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আলী, এক শতাংশ ভোটারের স্বাক্ষরে মৃত ভোটার, উল্লেখিত ভোটারের তথ্য না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ, এক শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় ও চলমান সরকারি কাজে কার্যাদেশ থাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য মাহবুবুল হক রিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

‎রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনে আগামী ৫ থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.