× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিদায়ী ইউএনও আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চকরিয়ায় গণশুনানি আজ

০৪ জানুয়ারি ২০২৬, ২০:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চকরিয়া উপজেলা প্রশাসনে দায়িত্ব পালনকালে সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও বরাদ্দ লুটপাটের অভিযোগে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে গণশুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় আয়োজিত এ গণশুনানি আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তন ‘মোহনায়’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আতিকুর রহমান চকরিয়ায় কর্মরত থাকাকালে একযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক এবং পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, হারবাং ও বদরখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করেন। এই সময় তিনি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও সংশ্লিষ্ট দপ্তরের কিছু কর্মকর্তা-কর্মচারীকে ‘ম্যানেজ’ করে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভয়াবহ অনিয়ম করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের দাবি, মাত্র এক বছর পাঁচ দিনের দায়িত্বকালেই শতকোটি টাকার সরকারি বরাদ্দের প্রকল্পে কাগুজে কাজ দেখিয়ে অর্থ আত্মসাৎ, নিম্নমানের কাজ অনুমোদন এবং প্রকল্প বাস্তবায়ন না করেই বিল উত্তোলনের ঘটনা ঘটেছে। এসব অনিয়মের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা, ড্রেন, সোলার লাইট, ঘর নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলো এখন জনভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউএনও আতিকুর রহমানের বদলির পর সামাজিক যোগাযোগমাধ্যমে চকরিয়ার সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একের পর এক পোস্টে প্রকল্পের ছবি, নথিপত্র ও অভিযোগ তুলে ধরে দুর্নীতির বিচার দাবি করেন তারা।

গত ২৪ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক মোহাম্মদ শামীম আল ইমরানের প্রেরিত এক সরকারি চিঠিতে উল্লেখ করা হয়, চকরিয়া উপজেলা ও পৌরসভার শত শত ভুক্তভোগী নাগরিক বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও সরাসরি জনগণের বক্তব্য শোনার লক্ষ্যে গণশুনানির আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে বিদায়ী ইউএনও মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চকরিয়ায় দায়িত্ব পালনকালে সর্বোচ্চ চেষ্টা করেছি নিয়মনীতি মেনে কাজ করার। যারা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, তারা হয়তো দায়িত্বে থাকাকালীন অবৈধ সুবিধা নিতে পারেনি। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ তুলেছে।

তবে গণশুনানিতে অভিযোগকারীদের বক্তব্য, নথিপত্র ও প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চকরিয়ার সচেতন মহলের প্রত্যাশা, এই গণশুনানি যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে প্রকৃত দুর্নীতির চিত্র উন্মোচন ও দৃষ্টান্তমূলক শাস্তির পথ তৈরি করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.