× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ অটো-রিকশা চালক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি :

০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫ পিএম

ছবি : সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশ অটো-রিকশা চালক সমবায় সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. হাছান। ৩ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটে ১৯৯ জন ভোটারের মধ্যে ১৭১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটারদের প্রত্যক্ষ ভোটে মো. মফিজুর রহমান চেয়ার প্রতীকে ১৪২ ভোট পেয়ে সভাপতি এবং মো. হাছান হাতপাখা প্রতীকে ৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মো. মফিজ দোয়াত কলম প্রতীকে ১০৭ ভোট পেয়ে সহ-সভাপতি ও মো. লোকমান মোমবাতি প্রতীকে ৯৪ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়া, আবু তেয়ব মই প্রতীকে ১২৯ ভোট, মোজাম্মেল হোসেন ফ্যান প্রতীকে ১১৩ ভোট, তৌহিদুল ইসলাম মোবাইল প্রতীকে ১০৪ ভোট, নাছির উদ্দিন মোরগ প্রতীকে ১০৩ ভোট ও মো. সেলিম উড়োজাহাজ প্রতীকে ৭৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.