× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব, দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব দুমকির হলরুমে সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ শোক সভা হয়। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জসিমউদ্দীন সুমন ও হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি হারুন অর রশিদ ও মো. জসিমউদ্দীন সুমন এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনকণ্ঠ প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধা, আজকের বার্তা প্রতিনিধি আমির হোসেন, আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি জসিমউদ্দীন, ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেন, আনন্দ টিভির মিজানুর রহমান, সংবাদ সারাবেলা প্রতিনিধি সুমন মৃধা, মানবকণ্ঠ প্রতিনিধি আতিকুল ইসলাম, কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।

শোক সভা শেষে দুমকি সাতানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইমদাদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.