বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল(অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারতকালে পটুয়াখালী–১ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ঢাকাস্থ পটুয়াখালীর সর্বস্তরের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতা-কর্মীরা মরহুমা দেশনেত্রীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আদর্শ অনুসরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।