শিকড়ের সন্ধানে" প্রিয় স্কুল প্রাঙ্গণে" এসো মিলি প্রাণের বন্ধনে" এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনযুগ পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারি (রবিবার) সকাল ৯ টা থেকে শুরু হয়ে আনন্দ র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিদায় বরণ, দাতা সদস্যের সম্মাননা ও বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মন্নান (আজাদ)'র সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম বিভাগের সহকারী কমান্ডার এস এম সালামত উল্লাহ, জোয়ারা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান রহিমা বেগম। অতিথি ছিলেন প্রাতিষ্ঠানিক দাতা বাবু ননী গোপাল দেব- বি.এস.সি, বিদ্যালয়ের দাতা সদস্য যথাক্রমে- বাবু দিলীপ কান্তি বেব, বাবু নটন দেব, অভিভাবক কমিটির সভাপতি মো. জালাল উদ্দীন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।