× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে নির্বাচনে মতবিনিময় সভায়

এবার নির্বাচন হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও দৃঢ়তা - নির্বাচন কমিশন অব: ব্রিগেডিয়ার মোহাম্মদ সানাউল্লাহ

বান্দরবান প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৭ পিএম । আপডেটঃ ০৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন শুরু হতে যাচ্ছে। একই সাথে গণভোট হবে। কোনভাবে এই নির্বাচন যেন ব্যক্তিগত ভাবে প্রবাহিত না হয় বিতর্কিত না হয়। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের দ্বায়িত্ব সৎ নিরপেক্ষভাবে দ্বায়িত্ব পালন করা। তাই আমরা মনে করি এবারে নির্বাচন হবে স্বচ্ছতা নিরপেক্ষ ও দৃঢ়তা।

আজ সোমবার সকালে বান্দরবান পুলিশ লাইনে নির্বাচন সংক্রান্ত  প্রশিক্ষণে বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার অব: ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে পুলিশ লাইনে নির্বাচনের প্রশিক্ষনরত বাহিনী সাথে সাক্ষাৎকার করেন। পরে আলোচনা সভায় অংশ নেন।

সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আগামী নির্বাচনে নিরপক্ষতা হয়ে কাজ করতে হবে। কোন রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া হিসেবে কোন পক্ষে কাজ করার থেকে বিরত থাকতে হবে। নির্বাচন কমিশন চাই আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বপ্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোট দেয়ার অধিকার সেটি নিশ্চিত করতে চাই।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিম সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.