× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন তফসিল ঘোষণা

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি

০৫ জানুয়ারি ২০২৬, ১৮:১২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রুমা উপজেলায় মারমা জনগোষ্ঠীর অন্যতম সামাজিক সংগঠন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার (৫ জানুয়ারি ) সকাল ১১টার দিকে সংগঠনের মা ও ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে তফসিল ঘোষণা করেন মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এডহক কমিটির সদস্য সচিব এবং রুমা সাঙ্গু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা।

এ সময় উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি ও মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শৈহ্লাচিং মারমা, নুম্রাউ মারমা, চিংশৈথুই মারমা, মাজাইনু মারমা এবং জুলিমং মারমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশন প্রকাশিত তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে একই দিনে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল অনুযায়ী, ৮ জানুয়ারি ২০২৬ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং ১১ জানুয়ারি ২০২৬ মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এই নির্বাচনের মাধ্যমে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কোষাধক্ষসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রতিনিধি নির্বাচিত হবেন।

নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের স্থায়ী বাসিন্দা ও বৈধ সদস্য হতে হবে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত বা রাজনৈতিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা এ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না—এমন শর্ত আরোপ করা হয়েছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন সংগঠনের স্থায়ী সদস্য, শিক্ষার্থী, চাকরিজীবী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং অনুমোদিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য ও আবেদনপত্র সংগ্রহের জন্য মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফি ৫০০ টাকা।

সংগঠনের সভাপতি ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ সময় সংগঠনের সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.