লালমনিরহাটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। শনিবার সকাল ১১টায় লালমনিরহাট শহরের মিশন মোড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘হামার বাড়ি’তে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আসাদুল হাবিব দুলু বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জাতির সামনে বাস্তব চিত্র তুলে ধরছেন, যা গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের প্রধান দাবি। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত সাংবাদিকরা স্থানীয় বিভিন্ন সমস্যা, গণমাধ্যমকর্মীদের চ্যালেঞ্জ এবং অবাধ সাংবাদিকতা নিশ্চিত করার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সভায় পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।