× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জের কল্যাণীতে খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ

০৫ জানুয়ারি ২০২৬, ১৮:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের  প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে- সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের কল্যাণীতে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। কল্যাণী এলাকাবাসীর আয়োজনে, সোমবার  বিকেলে কালিয়াহরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কল্যাণী পূর্ব  গ্রামের আব্দুস ছালামের বাড়ি আঙ্গিনায় - কালিয়াহরিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড  বিএনপি'র সেন্টার কমিটির আহবায়ক স্থানীয় মাতব্বর  মোঃ ছানোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত শোকসভায় আলোচনা করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,  অনুষ্ঠানের প্রধান অতিথি- বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট  মোঃ সাইদুর রহমান বাচ্চু - এসময়ে তিনি বলেন, আমাদের মমতাময়ী  "মা" আপষহীন , দেশনেত্রী, তিনবারের সাবেক  প্রধানমন্ত্রী খালেদা জিয়া'র মৃত্যুতে দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে । তিনি দেশকে ভালোবেসে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্বৈরাচারের কবলেপড়ে  জেল- জুলুম,নির্যাতনের শিকার হয়েছেন। তবু ও দেশ ছাড়েননি। আপনারা মরহুম বেগম খালেদা জিয়া  মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তায়ালা তাকে যেন বেহেশত নসীব দান করেন। 

এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি  মোঃ শামীম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নূর কায়েম সবুজ, সহ-সভাপতি এবং  সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি  হাজী  মোঃ আব্দুল কাদের সেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, শ্রমবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার,  সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক  হাজী মোঃ একাব্বর আলী আকবর প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, কালিয়াহরিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক পারভেজ আহমেদ। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, শহর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ  আব্দুল হালিম কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম, সাবেক সহ-সভাপতি আজাদ কবীর পলাশ, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, ওয়ার্ড বিএনপির নেতা নূরুননবী, স্থানীয় মাতবর মোঃ বেল্লাল হোসেন, মো.জুলহাস ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের নেত্রীবৃন্দ,বিপুল সংখ্যক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ শোকসভায় প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বাচ্চু ও অন্যান্যরা মরহুমা খালেদা জিয়ার পরিবারের প্রতি শোকসন্তপ্ত  জানিয়ে দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.