× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়লেখায় ইস্ট কোস্ট গ্রুপের এমডি তানজীল চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রেদওয়ান আহমদ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

০৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারের বড়লেখায় ইস্ট কোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজীল চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ জানুয়ারি) বড়লেখা পৌরসভার হলরুমে উপজেলার  প্রায় এক হাজার শীতবস্ত্র অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইস্ট কোস্ট গ্রুপের কর্নেল  লিয়াকত আলী খানের সভাপতিত্বে এবং প্রাইম ব্যাংক বড়লেখা শাখার এক্সিকিউটিভ অফিসার (ইও) নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক নাঈমা নাদিয়া, প্রাইম ব্যাংকের রিজিওনাল হেড (এসভিপি) হুমায়ন কবির, প্রাইম ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ এবং প্রাইম ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক মাহবুব হাসান চাকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, সদস্য রেদওয়ান আহমদ রুম্মান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রমে এগিয়ে এলে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ বাস্তবভাবে উপকৃত হবে। এ ধরনের উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.