× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়ায়

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাসনাত অপু, ব্রাহ্মণবাড়িয়া

০৫ জানুয়ারি ২০২৬, ১৯:০২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডভোকেট এম এ মান্নান এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এডভোকেট গোলাম সরোয়ার ভূঁইয়া খোকন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পিপি এডভোকেট ফখরুদ্দিন, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট হেলাল উদ্দিন, এ.বি.এম মোমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম কামরুজ্জামান মামুন, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু ও এডভোকেট আলী আজম। এছাড়াও জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোকসভায় উপস্থিত ছিলেন। শোকসভায় উপস্থাপনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা এডভোকেট মো. তারিকুল ইসলাম খান (রুমা)।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিগত ফ্যাসিবাদী-স্বৈরাচারী সরকার কর্তৃক কারাগারে থাকা অবস্থায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর নির্যাতনের পাশাপাশি উনার চিকিৎসায় অমানবিক অবহেলার তীব্র সমালোচনা করে তাঁকে আপোষহীন নেত্রী বলে গণতন্ত্রের বিষয়ে তিনি এশিয়া মহাদেশে একজন অনুকরণীয় গণতান্ত্রিক রাজনীতিবিদ ছিলেন বলেন উল্লেখ করেন। পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.