নওগাঁর বিখ্যাত নজিপুর বাজারে ব্যবসা-বান্ধব পরিবেশ ও সর্ব সাধারণের জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবসায়ী ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা করেছেন নওগার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নজিপুর পৌরসভা বণিক মালিক সমিতির সদস্য, পৌর মার্কেট ব্যবসায়ী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার নজিপুর বাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন।
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্পষ্ট ভাষায় পুলিশ সুপার বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের নির্ভীকভাবে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে এবং শহরের শৃঙ্খলা ফেরাতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। সড়ক দখলমুক্ত রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নওগাঁ জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যেকোনো জরুরি প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ (ওসি) অথবা সরাসরি পুলিশ সুপারকে ফোন করার জন্য উপস্থিত জনগণকে অনুরোধ করেন। তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করেন যে, নওগাঁর মানুষের জানমালের নিরাপত্তা বিধানে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপারগণ, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সংশ্লিষ্ট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জসহ (ওসি) বাজারের দুই শতাধিক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।