সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী খতমে কোরআন ও দোয়া মাহফিল কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বাদ জোহর উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ-এর নিজ বাসভবনে সপ্তম দিনের মতো খতমে কোরআন ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়।
সপ্তাহব্যাপী এই ধর্মীয় কর্মসূচির শেষ দিনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। এ সময় সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম ও হাফেজবৃন্দ খতমে কোরআনে অংশগ্রহণ করেন।
খতমে কোরআন শেষে ফৌজদারহাট স্টেশন ফকির জামে মসজিদের খতিব মাওলানা মো. মামুনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়।
এ সময় দেশ ও জাতির সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ চট্টগ্রাম-৪ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ-এর প্রয়াত পিতা-মাতা ও সহোদরের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
খতমে কোরআন ও দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল শোক, শ্রদ্ধা ও আবেগে পরিপূর্ণ, যেখানে মরহুমা নেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও দোয়ার আবহ স্পষ্ট হয়ে ওঠে।