× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁয় সিলিন্ডার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নওগাঁ প্রতিনিধি :

০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪০ পিএম

ছবি : সংবাদ সারাবেলা।

নওগাঁয় খুচরা বাজারে সিলিন্ডার গ্যাস অতিরিক্ত দামে বিক্রি এবং বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে স্থানীয় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের সুলতানপুর এলাকায় অবস্থিত শুভ অ্যান্ড বাদ্রার্স নামে এক ব্যবসা প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ।

বাজারে গ্যাস সিলিন্ডারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে জানিয়ে রুবেল আহমেদ বলেন, বাজারে সিলিন্ডারের যে সংকট তা ঠিক নয়। গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাড়তি দাম নিয়ে মুনাফা অর্জন করছে।

তিনি আরও বলেন, এমন অভিযোগ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত তিনদিন থেকে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিকেলে শহরের সুলতানপুর এলাকায় ওমেরা গ্যাস সিলিন্ডার ডিলার শুভ অ্যান্ড বাদ্রার্স ডিলারের দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দোকানদার যেসব গ্যাস সিলিন্ডার খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছিলেন তার কোনো রশিদ দেখাতে পারেননি । এছাড়া দামও বেশি নেওয়া হচ্ছিল। এই অপরাধে সেই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.