× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পায়রা সেতু টাকার বিনিময়ে ওভারলোড ট্রাক ছাড়ার অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধ

০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পায়রা সেতুর(লেবুখালী সেতু) টোল প্লাজায় ওভারলোড মালবাহী ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায় করে পারাপারের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালীগামী একটি ওভারলোড ট্রাক থেকে ৩ হাজার ৪শ টাকা আদায়ের পর ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে ওজন স্কেলে ওভারলোড যানবাহন আটকে অতিরিক্ত অর্থ আদায় করে একটি টোকেন দেওয়া হয়। ওই টোকেন দেখিয়ে টোল প্লাজা পার হয়ে নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে চলে যায় ট্রাকগুলো। একইভাবে দক্ষিণ থেকে উত্তরাঞ্চলগামী ওভারলোড যানবাহন থেকেও অতিরিক্ত অর্থ আদায় করে টোকেন দেওয়া হয়।

ঘটনার সময় স্থানীয়রা কুষ্টিয়া ট-১১-১৪৯৩ নম্বরের একটি ওভারলোড ট্রাক আটক করে ওজন স্কেলে তোলে। এতে দেখা যায়, ট্রাকটির ধারণক্ষমতা ২২ টন হলেও এতে প্রায় ২৮ টন মাল বহন করা হচ্ছিল। অতিরিক্ত ৬ টনের জন্য নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে টোকেন দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আটক হওয়া ট্রাকের চালক ইব্রাহীম মিয়া বলেন, অতিরিক্ত ৬ টনের জন্য আমাকে ৩ হাজার ৪শ টাকা দিতে হয়েছে। পায়রা সেতুতে এভাবে ওভারলোড ট্রাক পারাপার এখন নিয়মিত ঘটনা। এ বিষয়ে পায়রা সেতুর ওজন স্কেলের দায়িত্বে থাকা টোল কর্মী মামুন অতিরিক্ত ওজন থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ প্রসঙ্গে পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল হোসেন বলেন, এরকম অভিযোগ প্রায়শই শুনি কিন্তু তথ্য প্রমাণের অভাবে ব্যবস্থা গ্রহণ সম্ভব হয় না। আপনার কারে ট্রাক নম্বরসহ সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে হোয়াটসঅ্যাপ দিয়ে দেন, আজকেই বিষয়টি চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.