× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিংগাইরে “খান বানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব’২৬” উপলক্ষে সংবাদ সম্মেলন

মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলায় আগামী ১০ জানুয়ারি, শনিবার বেলা ১২টায় খান-বানিয়ারা খোলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে "খান বানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব-২০২৬"। খান বানিয়ারা যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই ফুটবল উৎসবটি মানিকগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের অন্যতম আকর্ষণীয় আয়োজন।

উদ্বোধনী ম্যাচ উপলক্ষ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১২টায় খান-বানিয়ারা খোলার মাঠ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্থানীয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, যেহেতু ফুটবল টুর্নামেন্ট একটি সার্বজনীন আয়োজন, তাই খেলাধুলার মাধ্যমে একটি সুশৃঙ্খল, সচেতন ও উদ্যমী প্রজন্ম গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। উপজেলার নামকরা ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়েই এ টুর্নামেন্ট পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে পার্শ্ববর্তী জেলা ও উপজেলার মোট ৮টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে বলে জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা ইখতিয়ার উদ্দিন খান টুয়েল। এ সময় আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয় ও আজিম খান উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন, অতিথি আপ্যায়ন কমিটির সভাপতি মুরাদ হোসেন খান এবং মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু।

আয়োজকরা জানান, টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। দর্শকদের শৃঙ্খলা বজায় রেখে খেলা উপভোগ করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আয়োজকরা টুর্নামেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, রেফারিদের স্বচ্ছতা এবং পুরস্কার সংক্রান্তিতে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং টুর্নামেন্টের প্রচার-প্রসারে গণমাধ্যমের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। আয়োজক ও অতিথিরা আশা প্রকাশ করেন, খান বানিয়ারা শীতকালীন ফুটবল উৎসব–২০২৬ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.