× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গভীর রাতে শীতার্তদের পাশে কাঁঠালিয়ার ইউএনও

০৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮ পিএম । আপডেটঃ ০৬ জানুয়ারি ২০২৬, ১৭:২৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন গভীর রাতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে কম্বল নিয়ে পাশে দাঁড়িয়েছেন।  ইতোমধ্যে উপজেলা সদরে, বটতলা বাজারে, পশ্চিম আউরা, দক্ষিণ আউরা ও চেঁচরীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের এবং বিভিন্ন হাট বাজারের পায়রাদের ও ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

সারা দিনের অফিসের কাজ সেরে রাতের বেলায় প্রচণ্ড শীত উপেক্ষা করে বাড়ি, হাট বাজার ও আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দরজার কড়া নাড়ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। অনেকে বিরক্ত হয়ে দরজা খুলে অপরিচিত লোক দেখে পরিচয় জানতে চান। ইউএনও’র পরিচয় জেনে অনেকে আবেগাপ্লুতæত হয়ে পড়েন। এ সময় গাড়ি থেকে কম্বল বের করে শীতার্তদের গায়ে জড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। সদ্য যোগদান করা ইউএনও’র এমন কাজে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন বলেন, তীব্র শীতে যেন কেউ কষ্ট না পায় এ চিন্তা থেকে রাতে মানুষের খোঁজ-খবর নেওয়া হচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। শীতের তীব্রতা অব্যাহত থাকলে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.