রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সোনালী লাইফ ইনস্যুরেন্স, বাঘাইছড়ি মেট্রো-৮৩৫ এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। ০৬ জানুয়ারি ২০২৬ ইং (মঙ্গলবার) উপজেলার নিউ কুটুম বাড়ি রেস্টুরেন্ট-এ বাঘাইছড়ি মেট্রোর সিনিয়র ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট জয় চন্দের সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
অতিথি হিসাবে ভিড়িও কনফারেন্স-এর মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন খাগড়াছড়ি ইউনিট ম্যানেজার মতো: জাফর আহাম্মদ। এ ছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি মেট্রোর সব ফিন্যান্সিয়াল এসোসিয়েট'গণ।
সভায় সব এজেন্টদের মতামত ভিত্তিতে গ্রাহক সেবার মান উন্নয়ন, দ্রুত অফিস কার্যক্রম বাস্তবায়ন, গ্রাহক বৃদ্ধি, এজেন্ট গণের লিডারশিপ অর্জন সহ যে কোনো প্রতিকূলতায় দ্রুত বীমা দাবি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় সবাই একত্রে গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আলোচনা সভার সমাপ্তি হয়।