ছবি: সংবাদ সারাবেলা।
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আমার দেশ পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মোঃ মাসুদ রানা মনি ও তার পরিবার পরিজনকে হত্যার হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার রাতে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন মাসুদ রানা মনি।
জানা যায় গত ২১ ডিসেম্বর রবিবার রাতে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া পাটোয়ারী বাড়ির চিহ্নিত মাদক ব্যবসায়ী রনিসহ কয়েকজন মাদকসেবী একই বাড়ীর মনজুর হোসেন টিপুর পরিত্যক্ত ঘরে মাদক সেবনের সময় বৃদ্ধ মোঃ বেলাল খান (৬২) বাধা প্রদান করলে মাদক সেবীরা তাকে পিটিয়ে মারাত্মক আহত করে। এ ঘটনা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে রনি হোসেন ও তার পিতা মোহাম্মদ আবুল কালামসহ চিহ্নিত মাদক কারবারি ও সেবকরা আমার দেশ প্রতিনিধি মাসুদ রানাসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা, হত্যাসহ পরিবারের লোকজনকে হুমকি দেয়। সৃষ্ট বিষয়ে রামগঞ্জ প্রেসক্লাবে সোমবার রাতে এক জরুরী সভায় সাংবাদিকবৃন্দ এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মাদক ব্যবসায়ী রনি ও তার দোসরদের আইনের আওতায় আনার জোর দাবী জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
প্রেস ক্লাবের সভাপতি ও মানবজমিন প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক রামগঞ্জ সংবাদদাতা ফারুক হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালবেলার প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ও সাবেক সভাপতি রহমত উল্লাহ পাটোয়ারী, সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, যায়যায়দিন মাল্টিমিডিয়ার বেলায়েত হোসেন বাচ্চু, সাবেক সভাপতি ও আজকের রূপান্তর বার্তা সম্পাদক জাকির হোসেন মোস্তান, দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, দৈনিক ডেল্টা টাইমস প্রতিনিধি ওমর ফারুক পাটোয়ারী, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম কবির, সমকাল প্রতিনিধি জাকির হোসেন সুমন, দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দৈনিক মাতৃভূমির খবরের হাজ্বী মোঃ মহসিন, আজকালের খবর প্রতিনিধি মোঃ শাহ আলম, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহির হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ ইকবাল খন্দকার শান্ত, আমার সংবাদ প্রতিনিধি রাজু হোসেন, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি মো: ছায়েদ হোসেন, যায়যায়দিন প্রতিনিধি কনক মজুমদার, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পারভেজ হোসেন, ভোরের সময় প্রতিনিধি হাসানুর জামান, নতুন সময় প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, ডেইলী ভিশন প্রতিনিধি সাফায়েত হোসেন, বনিক বার্তা প্রতিনিধি এমরান হোসেন রাজন, জনতার জমিন প্রতিনিধি আবদুর রহমান, দৈনিক নয়া দিগন্ত সংবাদদাতা এনামুল আহসান রুবেল, দৈনিক ঢাকা প্রতিনিধি তপন মজুমদার, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি নুরুন নবী । পরে ঐদিন রাতে মাসুদ রানা মনি বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
