রামপালে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় পুষ্টি ও পরিবেশ সচেতনতা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় কমিটির সদস্য ও অভিভাবকদের নিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)'র আওতায় ও রামপাল উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে পিপুলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফিডিং হিসেবে পাস্তুরিত দুধ দেওয়া হয়। শতাধিক শিশুকে প্রাথমিক পর্যায়ে আড়াইশত গ্রাম দুধ প্রদান করা হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার-এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, এটিও সজল মহরী, প্রেসক্লাব রামপাল এর আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য এম, এ সবুর রানা, প্রধান শিক্ষক মানসী বিশ্বাস, ইউপি সদস্য মনোজ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, স্কুল ফিডিং চালুর ফলে শিশুদের পুষ্টিচাহিদা পুরন ও ঝরে পড়ার হার কমবে।