ছবি: সংবাদ সারাবেলা।
দেশে প্রথমবারের মতো চালু হলো ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’। বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনি’র প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ বা সনি-স্মার্ট রাজধানী ঢাকার উত্তরায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশীপ শোরুমে এটি স্থাপন করেছে।
মঙ্গলবার সকালে সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধন করেন সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা এবং সনি-স্মার্ট পরিচালক মো. তানভীর হোসাইন। এসময় অন্যান্যের মধ্যে সনি-স্মার্ট হেড অব সেলস ও মহাব্যবস্থাপক মো. সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান, সনি-স্মার্টের বিভিন্ন স্তরের কর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধন উপলক্ষ্যে সনি’র ৭৫ ইঞ্চি টিভি মিলছে মাত্র ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকায়, সঙ্গে থাকছে গোল্ড’স জিম ভর্তিতে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও সনি’র সাউন্ড সিস্টেম বার সিক্স মিলছে মাত্র ৪৯ হাজার ৯০০ টাকায়। সনি-স্মার্ট উত্তরা শোরুম থেকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (০৬ থেকে ০৮ জানুয়ারি, ২০২৬) কেনাকাটায় প্রথম ৩০ জন ক্রেতারাই কেবল উপভোগ করতে পারবেন এসব সুবিধা।
এছাড়াও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার থেকে শুরু হয়েছে সনি-স্মার্টের ইংরেজি নববর্ষের ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে ‘মাইন্ডব্লোয়িং ডিলস, আনবিটেবল প্রাইস’ শিরোনামে চালু হওয়া অফারের আওতায় সনি’র বিভিন্ন সাইজের টিভিতে ক্রেতারা পাচ্ছেন গোল্ড’স জিম ভর্তিতে ব্যবহারযোগ্য আকর্ষণীয় ক্যাশ ভাউচার। ৯৮ ও ৮৫ ইঞ্চির টিভিতে থাকছে আড়াই লাখ টাকা, ৭৫ ইঞ্চিতে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা এবং ৬৫ ও ৫৫ ইঞ্চির টিভিতে ১ লাখ ৫৫ হাজার টাকার ক্যাশ ভাউচার। এছাড়াও নববর্ষের এই অফারের আওতায় সনি’র বিভিন্ন সাইজের টিভিতে ক্রেতারা পাচ্ছেন বিশেষ মূল্য, ডিজিটাল ওয়ারেন্টি এবং বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে বিনাসুদে কিস্তিতে পণ্য ক্রয়ের সুবিধা।
সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, “সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার চালুর মাধ্যমে সনি-স্মার্ট বাংলাদেশের গ্রাহকদের হাতের নাগালে বিশ্বখ্যাত প্রযুক্তি নিয়ে এসেছে। সনি এবং স্মার্ট বরাবরই গুণগত পণ্য, নতুনত্ব এবং গ্রাহক সেবা নিশ্চিত করে যাচ্ছে। তাঁদের এই যাত্রায় আমরা বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গোল্ড’স জিম অংশীদার হয়ে দেশের মানুষের জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করতে যাচ্ছি। গ্রাহকসেবা বাস্তুতন্ত্র বজায় রাখতে এবং সত্যিকারের মূল্য সংযোজন নিশ্চিত করতে আমাদের এই অংশীদারিত্ব কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি।’
এসময় সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান যশুয়া কুয়েক বলেন, ‘সনি-স্মার্ট সবসময় বাংলাদেশের ক্রেতাদের জন্যে নতুনত্ব নিয়ে হাজির হয়। এবার আমরা চালু করলাম দেশের প্রথম সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার। এছাড়াও আমরা আন্তর্জাতিক ব্যায়ামাগার প্রতিষ্ঠান গোল্ড’স জিমের সাথে অংশীদারের মাধ্যমে নতুন বছরের অফার চালু করলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা চাই আমাদের গ্রাহকেরা গুণগত মানের পণ্য ব্যবহার করে বিনোদিত হবেন। একইসঙ্গে তাঁরা তাঁদের ফিটনেসও যাতে বজায় রাখতে পারেন, সে বিষয়টিও আমাদের বিবেচনায় রয়েছে। এজন্যে আমরা গোল্ড’স জিমের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকসেবায় নতুন একটি পালক যুক্ত করলাম।’
উল্লেখ্য, বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষ প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। দেশের বাজারে বিশ্বের প্রায় ১০০টিরও অধিক ব্র্যান্ডের আইসিটি পণ্য বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের ২৬ নভেম্বর জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনি’র ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড, দেশব্যাপী পরিচিতি সনি-স্মার্ট নামে।
সর্বদা জেনুইন প্রোডাক্ট, জেনুইন প্রাইস, জেনুইন সার্ভিস, সাথে জেনুইন কেয়ার আর জেনুইন প্যাশনের নিশ্চয়তা প্রদান করে ইতোমধ্যে দেশের ইলেকট্রনিকস ক্রেতাদের অন্যতম একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে জায়গা করে নিয়েছে সনি-স্মার্ট। বর্তমানে সারা দেশে ৩০টি নিজস্ব শোরুম, ২১০টিরও বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারদের মাধ্যমে জি-ফাইভ নিশ্চয়তায় পণ্য সরবরাহ করছে সনি-স্মার্ট।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
