× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পোস্টাল ব্যালটে ভোট দিতে সিলেটের ৩০৬ কারা বন্দীর নিবন্ধন

মাহমুদ খান

০৭ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগার-১ ও কারাগার-২-এর মোট ৩০৬ জন বন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা যায়, পোস্টাল ভোট দেওয়ার জন্য সিলেট কেন্দ্রীয় কারাগার-১ থেকে মোট ২৫৯ জন বন্দী আবেদন করেছিলেন। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহ করতে না পারায় ৮ জনের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়নি। ফলে কারাগার-১ থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২৫১ জন বন্দী। অপরদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে ৪৭ জন বন্দী পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

পোস্টাল ভোট বিডির তথ্য অনুযায়ী, সিলেট জেলার ২২৩ জন, মৌলভীবাজারের ৫৯ জন, সুনামগঞ্জের ৯২ জন ও হবিগঞ্জের ২১৭ জন কারাবন্দি পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১ সূত্রে জানা যায়, বর্তমানে সেখানে বিভিন্ন মামলায় মোট ১ হাজার ৫৭২ জন বন্দী রয়েছেন। এর মধ্যে হাজতি পুরুষ ৭৮৪ জন, হাজতি নারী ২৬ জন, কয়েদি পুরুষ ৫৪৬ জন ও নারী ৮ জন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুরুষ ১৬৫ জন ও নারী ১০ জন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ১৯ জন ও আরপি রয়েছেন ১৪ জন। অন্যদিকে সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এ বর্তমানে মোট ৮৭২ জন বন্দী রয়েছেন।

সিলেট কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, মহানগর এলাকার কারাবন্দিদের মধ্যে ৪৭ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যেসব বন্দী এনআইডি সরবরাহ করতে পেরেছেন, তাদের সবার নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত প্রক্রিয়ায় বন্দিদের ভোটগ্রহণ শেষে ব্যালট সিলগালা করে নির্বাচন কমিশনে পাঠানো হবে।

তিনি আরও বলেন, নিবন্ধনকৃত কোনো বন্দী যদি ১২ ফেব্রুয়ারির আগে জামিনে মুক্তি পান, তাহলে তিনি সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে ভোট দিতে চাইলে তাকে কারাগারে এসে কর্তৃপক্ষকে জানাতে হবে, এরপর যথাযথ প্রক্রিয়ায় পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোট গ্রহণ করা হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মোসা. নাহিদা পারভীন বলেন, পোস্টাল ভোটের জন্য ২৫৯ জন বন্দির নিবন্ধন সফলভাবে সম্পন্ন হলেও ত্রুটির কারণে ৮ জনের নিবন্ধন বাতিল করা হয়েছে। নিবন্ধন কার্যক্রম সকল যোগ্য বন্দির জন্য উন্মুক্ত ছিল। যাদের এনআইডি কার্ড রয়েছে ও ভোট দিতে আগ্রহী, তাদের নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.