নোয়াখালীতে মাদকবিরোধী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারী) দিনব্যাপি নোয়াখালীর আহমদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপসচিব ফেরদৌসী বেগম।
মোট ০৪টি ইভেন্টের (সাতার, দাবা, কাবাডি, ভলিবল) এই প্রতিযোগিতায় নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক পর্যায়ের ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জেলা শিক্ষা অফিসার, জেলা ক্রীড়া অফিসার, প্রধান শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।