বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির কাঠালিয়ায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে বিএনপির প্রধান কার্যালয়ে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম জামাল বলেন,
“স্বৈরাচারী শাসনামলে লক্ষ লক্ষ নেতাকর্মীকে বিনা অপরাধে দিনের পর দিন, মাসের পর মাস এমনকি বছরের পর বছর জেল খাটতে হয়েছে। আমাদের ঠিকানা ছিল হয় জেলখানা, নয়তো আদালতপাড়া।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দোয়া করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান বিপ্লব, বিএনপি নেতা মো. শহীদুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মাওলানা নুরুল্লাহ আশরাফী।