ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা। বুধবার (৭ জানুয়ারি) সকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি হাসপাতালের ওয়ার্ডগুলো পরিদর্শন করে রোগীদের সাথেও কথা বলেন। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যসেবা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন
পরিদর্শন শেষে ময়মনসিংহ বিভাগের স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। হাসপাতালের সেবা আরও উন্নত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, নার্স ও জনবল সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরও জানান, আউটডোর ও ইনডোর পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেছেন এবং হাসপাতালের সেবা বাড়ানোর জন্য কনসালটেন্ট ও চিকিৎসকদের সঙ্গে বসে বিস্তারিত আলোচনা করেছেন। পরিদর্শনকালে ডাঃ সাইদুর রহমানসহ অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এই পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।