রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের মসজিদে বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় হল প্রাধ্যক্ষ প্রফেসর ড. মো. ছামিউল ইসলাম সরকার বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দেশের প্রধানমন্ত্রী হিসাবে বেগম জিয়া দায়িত্বপালন করেছেন। অন্যায় রুখে দিতে কারাবরণ করেছেন। তিনি নীতির সাথে আপোস বা মিমাংসা করেননি। তাঁর তিরোধানে দেশের অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে। মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
তিনি আরো বলেন, ন্যায়, নিষ্ঠা ও দেশপ্রেমের প্রশ্নে তিনি অটল ছিলেন। ভারতীয় আগ্রাসনকে কখনো মেনে নেননি। ভারত আমাদের বড় ভাই হিসাবে খবরদারী করতে চাই কিন্তু তা সম্ভব নয়।
বাঙালি বীরের জাতি আমাদের মেধাপ্রজ্ঞা দিয়ে সম্মিলিত ভাবে দেশপ্রেম নিয়ে কাজ করতে পারলে বরং তারা আমাদের সাথে মর্যাদাসূলভ প্রতিবেশী হিসাবে সমতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী হবে।
অনুষ্ঠানে দোয়া করান হাফেজ মাওলানা মুহাম্মাদ মুনাওয়ার হুসাইন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক শিক্ষক প্রফেসর ড. কামরুজ্জামান, সাইফুর রহমান, রেজাউল ইসলাম, হল সংসদের জিএস আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা ওবায়দুল্লাহ বাপ্পি, মো. হাসিম রানা, জাহিদ হাসান, জালাল ফারাজী, সামাদ মবিনসহ হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ।