সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের আয়োজন রেস্টুরেন্ট কমিউনিটি সেন্টারে মতবিনিময়ে করেন- নওগাঁ-৫ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারওয়ার কামাল চঞ্চল, যুবদলের সদস্য সচিব রুহুন আমিন মুক্তার, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসাস এর সভাপতি বাবু সহ বিভিন্ন পর্যারে নেতৃবৃন্দরা।
জাহিদুল ইসলাম ধলু- বলেন- উন্নয়ন কর্মকান্ড থেকে নওগাঁ আর পিছিয়ে থাকবে না। শহরের ফোরলেন সড়কের জন্য আমার বিশ্বাস একনেকে শিগগিরই পাশ হবে এবং ৬মাসের মধ্যে কাজ শুরু হবে। শিল্প কলকারখানা গড়তে জোর দেওয়া হবে। পাশাপাশি জেলায় গ্যাস সরবরাহে প্রয়োজনীয় ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করা হবে। বেকারদের কর্মসংস্থানের জন্য কর্মমূখী পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি বলেন- আমি ক্ষমতায় গেলে যে ক্ষমতার অপব্যবহার হবে এমনটা কেউ যেন না ভাবেন। নওগাঁকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা হবে। ইতোমধ্যে আমের জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে।
কৃষকদের ন্যায্যমূল্যে নিশ্চিতে আম সংরক্ষনে হিমাগার স্থাপন করা হবে। আমাদের ইসতেহারের মধ্যে ছিল নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় হবে। ইতোমধ্যে সেটি হয়েছে। তবে কৃষিপ্রদান জেলা হিসেবে নতুন করে আরেকটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোর দেয়া হবে।
পরে মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।