চট্টগ্রামের সীতাকুণ্ডে উপকূলীয় সংরক্ষিত বনে ফাঁদ পেতে হরিণ শিকার করার অভিযোগে এক যুবককে আটক করেছে বন বিভাগ। বুধবার (৭ জানুয়ারী) বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক যুবককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ সজীব (২৮)। তিনি সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। বন বিভাগ জানায়, বুধবার বেলা আনুমানিক তিনটার দিকে বগাচতর বিটের অধীন এলাকায় বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার গভীর বনে অভিযান চালানো হয়। এ সময় বনের ভেতরে হরিণ জবাই করে মাংস কাটার সময় মোহাম্মদ সজীবকে হাতেনাতে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা অন্তত ছয়জন সহযোগী বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
অভিযানে শিকার করা হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংস কেরোসিন তেল মেখে সংরক্ষণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (আজ) প্রশাসনের উপস্থিতিতে মাংস, মাথা ও হাড়গোড় মাটিচাপা দেওয়া হবে।
উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, “বুধবার বেলা আড়াইটার দিকে কয়েকজন ব্যক্তি বনে ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করছেন—এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত অভিযান পরিচালনা করি। এ সময় অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ সজীবকে আটক করা সম্ভব হয়।” তিনি আরও জানান, এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।